আমার এক জীবনে আমি বহু ছায়াছবি দেখে ফেলেছি, বলাটা খুবই ভুল । শুধু আমার জন্য না । একজন নব্বই বছরের বুড়োও যদি একথা বলে, তাহলেও ভুল । খুবই ভুল । পরিসংখ্যান বলে, পৃথিবীতে প্রতি বছর ৫০,০০০ ছবি মুক্তি পায় । প্রতিটি ছবি গড়পড়তায় ৯০ মিনিট করে ধরলেও সব ছবি দেখে শেষ করতে আমার বৎসরে ৩০০০ দিন লাগবে । বছর নিশ্চয়ই ৩৬৫ দিনের বেশি হয় না । সহজ ভাষায়, পৃথিবীর অনেক দারূন ছবি না দেখেই আপনাকে-আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে !
সময় নেই । হাতে একদমই সময় নেই । তাই ভাবলাম, শেয়ার করি । যে ছায়াবন্দী ছবিগুলো দেখে দু-চারদিনেও তার রেশমুক্ত হতে পারি নি, সেসব ছবির নামগুলো ব্লগে লিখে ফেলি । ব্লগে সিনেমাখোর যারা আছেন তারা সবাই কম সময়ে ভাল ছবির সাজেশন পাক । এই পোস্টের উদ্দেশ্য যে একেবারেই সাধু- তাও নয় । আমি পোস্ট করার পেছনে আরও একটা বিরাট বড় কারন আছে । আমি এক্সপেক্ট করছি কমেন্টে হয়তো এরকম আরও অনেক অনেক মুভির নাম পাবো যা দেখে অনেকে কেঁদেছেন, ভয় পেয়েছেন, হেসেছেন ! অথচ সাজেশনের অভাবে আমি হয়তো ঐ কান্নাটুকু কাঁদতে পারি নি- হাসতে পারি নি- মিস করেছি জীবনের অসাধারন কিছু অনুভূতি
Newsletter
Subscribe
Subscribe To Our Email Newsletter & Receive Updates Free