সানাম রে
৯০-এর গল্প, ২০১৬-তে ? ঠিক এই কাণ্ডই ঘটেছে দিব্যা খোসলা কুমারের ‘সনম
রে’তে ৷ ছোটবেলায় পাহাড়ে থাকতেন পুলকিত সম্রাট ও ছবির নায়িকা ইয়ামি ৷
ছোটবেলাতে স্কুল থেকে প্রেম ৷ কিন্তু ঘটনাচক্রে পাহাড় থেকে সোজা সমতলে
যাত্রা নায়কের ৷ সময় গড়ালো ৷ পুরনো প্রেম উধাও ৷ শহরে নায়ক পেলেন
নতুন নায়িকা উর্বশী ৷ কিন্তু নিয়তি লিখেছে অন্য গল্প ৷ ফের সামনে আসে
পুরনো প্রেম ইয়ামি ৷ ব্যস, ঘ্যানঘেনে, পুরনো প্রেম শুরু ৷ ভালো গান
থেকেই চিত্রনাট্যের হাল বড্ড খারাপ ৷ অভিনয়েও তেমন জোর নেই
ইয়ামি-উর্বশীর ৷ সব মিলিয়ে পুরো ছবিটা দেখতে হলে, প্যাকেট ভর্তি পপকর্ন
মাস্ট !
মুভিটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিশুকে ভালোবাসার ব্যাখ্যা দিচ্ছেন ঋষি
কাপুর । অন্যদিকে সেই ছোট্ট শিশু কন্যাটি সদাই ব্যস্ত তার বন্ধুর সাথে ।
কখনো খেলা, কখনো স্কুল, তো কখনো অন্য কোথাও । তারপর ধীরে ধীরে বড় হয়ে উঠল
তারা দুজনেই । খুঁজে পেল একে অপরের মধ্যে লুকিয়ে থাকা ভালবাসা । তবে সেই
ভালবাসার মধ্যেও কোথাও যেন লুকিয়ে ছিল অভিমান, আঘাত । ফলে একদিন তারা আলাদা
হয়ে গেল একে অপরের থেকে । তবে তারা কী আবার একসাথে মিলবে ? এক হবে তাদের
ভালোবাসা ?
ছবির গান পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি, মিথুন, আমাল মালিক । তাই ভ্যালেন্টাইন্স ডে-তে তালিকায় রাখায় যায় সানাম রে কে ।
WATCH THIS MOVIE...........................
HINDI MOVIE : Sanam Re (2016)
Reviewed by
Unknown
on
6:05 PM
Rating:
5
No comments:
Post a Comment