Monday, December 21, 2015



 ইতিহাস এবং মুভি দুটোই আমার প্রিয় সাবজেষ্ট । আর যখন দুটোই এক হয়ে যায় তখন সে মুভিগুলো মাত্রই আমার দৃষ্টি আর্কষণ করে । “বাজিরাও মাস্তানী” তাদের মাঝে একটি । প্রথমেই বলে নিই আমি চিরকালই সঞ্জয়লীলা বানশালীর ফ্যান । আর এই মুভিটি তার ১০ বছরের পুরানো এক ড্রিম প্রজেক্ট

এক হিন্দু পেশোয়া/মারাঠা বিয়ে করছে এক মুসলিম কন্যাকে ! ইতিহাসে এটা একটা দুলর্ভ ঘটনা । এর নজির তেমন একটা দেখা যায় না। বরং উল্টোটাই আছে । মাস্তানী কে ? এই প্রশ্নে কয়েকটি মত আছে ।  জানা যায়, তিনি বুন্দেলখন্ডের রাজা ছত্রশলের কন্যা। বাবা হিন্দু হলেও তার মা ছিলেন একজন মুসলিম । তাই ছত্রশলের কন্যা হলেও তাকে আধা-মুসলিম বলা যায় । হিন্দু-মুসলিম ধর্মের সমন্বয় সাধনের উদ্দেশ্যে ‘প্রণামী’র প্রচারক ছিলেন রাজা ছত্রশাল। মেয়েও বড় হয়েছিল বাবার আদর্শে। তাই মস্তানি একইসঙ্গে ব্রত পালন করতেন ও রোজা করতেন, অন্যদিকে কৃষ্ণের ভজনও গাইতেন আবার নামাজ ও পড়তেন। মাস্তানি রূপে-গুণে ছিলেন অসাধারণ। একদিকে মার্শাল আর্ট মূলক আত্মরক্ষা , ধনুর্বিদ্যায় ছিলেন পারদর্শী, অন্যদিকে নাচে-গানেও অতুলনীয়া।
.
কোনও কোনও ইতিহাসবিদ এইও বলেন যে, বাজিরাওয়ের সাহায্যে রাজা ছত্রসল যুদ্ধ জিতলে কৃতজ্ঞতাস্বরূপ রাজ্যের একাংশ ও মেয়ে মাস্তানিকে বাজিরাওয়ের হাতে তুলে দেন। মুসলিমদের বিরুদ্ধে বাজিরাওয়ের যুদ্ধ হলেও, মাস্তানির রূপলাবণ্যে মুগ্ধ হন হয়ে তাকে বিয়ে করেন ৷ কিন্তু এ বিয়ে সুখের হয়নি। বাকিটা মুভিতেই দেখবেন.......................................।

 WATCH THIS MOVIE..........................................................


Continue reading

Sunday, December 20, 2015

অবশেষে মুক্তি পেল ফিল্ম দিলওয়ালে। দিলওয়ালেতে রাজ (শাহ্‌রুখ খান) এবং মিরা (কাজল) বুলগেরিয়ার দুইটা মাফিয়া পরিবারের সন্তান এবং একে অন্যকে ভালোবাসে। তাদের দুই পরিবারের দন্দের কারনে তাদের দুইজনের রাস্তা আলাদা হয়ে যাই।
কিন্তু ১৫ বছর পর রাজের ভাই (ভারুন ধাওয়ান) এবং মিরার বোন (ক্রিতি সানান) মাঝে যখন ভালোবাসা হয় তখন রাজ এবং মিরার অসমাপ্ত প্রেমের কাহিনি সামনে চলে আসে।
কিভাবে রাজ এবং মিরার মাঝে ভালোবাসা হল এবং শেষে তারা মিলতে পারে কিনা সেটি জানার জন্য দিলওয়ালে দেখুন।
দিলওয়ালে বিনোদনের পুরনাঙ্গ প্যাকেজ। রোমাঞ্চ, কমেডি, অ্যাকশান সব পাবেন দিলওয়ালেতে। তাছাড়া শাহরুখ খান ও কাজল জুটি দীর্ঘ ৫ বছর পর ফিরেছেন, এতাও একটা বাড়তি আকর্ষণ। দিলওয়ালের অ্যাকশানগুলো সম্পূর্ণ রেয়ালিস্টিক এবং আপনাকে পুরো দেড় ঘণ্টা বিনোদন দিবে।
খারাপ লাগার দিক হল বিরতির পর সিনেমাটা একটু খাপছাড়া হয়ে যাই।
18dilwale1
শাহরুখ খান রাজ চরিত্রটি অনেক ভাল ভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। কাজলের অনেক বিরতির পর ফিরেছে এবং অনেক ভাল পারফর্ম করেছে। ভারুন ধাওয়ান এবং ক্রিতি সানন ঠিকঠাক অভিনয় করেছে। অন্যান্যদের মাঝে ছিল বামান ইরানি, শঞ্জয় মিশ্রা, জনি লিভার, ভিনদ খান্না, কাবির বেদি সবাই নিজেদের ছোট ছোট চরিত্রে ঠিকঠাক অভিনয় করেছে।
যারা বাণিজ্যিক মুভি পছন্দ করেন তারা অবশ্যই দিলওয়ালে উপভোগ করবে।
আমি দিলওয়ালেকে দিবো ৫ এর মাঝে ৩ স্টার।

 WATCH THIS MOVIE...............................

Continue reading

Wednesday, December 16, 2015

  

WATCH THIS MOVIE............................................................


Continue reading

Friday, December 11, 2015

মানুষ। অদ্ভুত একটি প্রাণী। পৃথিবীর একমাত্র প্রাণী যে কিনা নিজের মনের কথা ভাষার মাধ্যমে অন্যের কাছে প্রকাশ করে। সেটা সংবাদপত্র  হোক কিংবা সামাজিক মাধ্যমগুলিতে । কিন্তু কেমন হবে যদি কথা বলার কেউ না থাকে? তাও আবার সেটা ঘটে মঙ্গল গ্রহে? তাইলে তো হইসে কাম। এরকম ভয়ংকর পরিস্থিতিতে পড়া এক নভোচারীর কাহিনী “দ্য মার্শান”। এ্যান্ডি ওয়েরের সেই উপন্যাস এখন মুভির রুপালী পর্দায়।

এধরনের মুভি দেখতে ভালো লাগার কথা না। একজন বেচারা এমন এক ভেজালে পড়সে যে কোন উপায় নাই। এই দুঃখের কাহিনী দেইখা কী করুম? পরে তো দেইখা টাশকি! মুভির নায়ক যখন বলে ওঠে :”আমি এই মঙ্গল গ্রহে বইসা বিজ্ঞানের মায়রে-বাপ কইরা ছাড়ুম।“, তখনই বোঝাই যায় যে মুভিটি দুর্দান্ত হবে।


WATCH THIS MOVIE...............................................

Continue reading

শৈশবে Superman, Batman, Spiderman এর কমিকস পড়ার সৌভাগ্য হয়নি। তখন সঙ্গী ছিল ডায়মন্ড কমিকসের চাচা চৌধুরী, সাবু, বিল্লু, পিংকী, সূচিপত্রের পটলা-ক্যাবলা এবং সবশেষে উন্মাদ। জানতাম না Marvel Comics এবং DC Comics এর ব্যাপার স্যাপার। কিন্তু প্রযুক্তির সাহায্যে হলিউড এখন কমিকস নির্ভর মুভি ছাড়া কিছুই বুঝে না। তবুও মুভি দেখি মুভি দেখার জন্য। কমিকসের দুনিয়াতে ঘুরার জন্য নয়। মুভি দেখে শুধু জানি Iron Man মানে Robert Downey Jr. এবং সিরাজউদ্দৌলা মানে আনোয়ার হোসেন। হলিউডের পুরা Marvel Comics দুনিয়াকে পৃথিবীতে নিয়ে আসার সাম্প্রতিক সংযোজন Guardians of the Galaxy।

WATCH THIS MOVIE.....................................

Continue reading

Tuesday, December 8, 2015

WATCH THIS MOVIE................................................................

Continue reading

ঘুম থেকে উঠে দাঁত মাজা। তারপর যার যার কাজে ব্যাস্ত হয়ে পরা । ধুর আর ভালো লাগে। ইশশ যদি উড়তে পারতাম। যদি গুন্ডা বদমাইশগুলারে এক ঘুষিতে উড়ায়ে দিতাম কিংবা রাজাকার গুলারে যদি নিজের চোখ থেকে রে মাইরা জ্বালায় দিতাম। এভাবেই মানুষের সাধারন জীবনের বিতৃষ্ণা থেকে সামান্য রেহাই দিতে DC Comics এর Jerry Siegel এবং Joe Shuster নামক দুই তরুন সৃষ্টি

করেন Superman নামক এক অতিমানব। ধীরে ধীরে কমিকসের জোয়ার আসে। আসে একের পর এক Superhero । কিন্তু ভেজালটা লাগাইলো Christopher Nolan। ২০০৮ সালে The Dark Knight  দেখার পর দর্শকদের মনে সুপারহিরো মুভি নিয়ে উচ্চাশা পুরাই আসমান পার হইয়া গেল। সে আশাকে কিছুটা পূরণ করার প্রচেষ্টা নিয়ে এবার পৃথিবীর সর্বপ্রথম কমিক সুপার হিরো নিয়ে Zack Snyder এর মুভি Man of Steel ।

WATCH THIS MOVIE................................................................. 
Continue reading

Continue reading

Monday, December 7, 2015

Continue reading

Continue reading

Raftaar Singh (Akshay) spends his days whiling his time away dancing and jumping through fire hula-hoops at fairs in Bassi Pathana in Punjab





 WATCH THIS MOVIE..............................................................................


Continue reading


‘বেবি ডল’ খ্যাত গায়িকা কানিকা কাপুর ও মিকা সিংয়ের নতুন গান ‘সুপার গার্ল ফ্রম চায়না’তে এমনভাবেই দেখা দিয়েছেন সানি।
টি-সিরিজের ব্যানারে নির্মিত এই মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি পেয়েছে ২ ডিসেম্বর। ইতোমধ্যে গানটি দেখা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫৩২ বার। পড়েছে তিন হাজারেরও বেশি লাইক।
সাবেক এই পর্ন তারকা এখন অপেক্ষা করছেন তার নতুন সিনেমা ‘মাস্তিজাদে’র মুক্তির জন্য। সেক্স-কমেডি ধাঁচের এই সিনেমাটি মুক্তি পাবে ২৯ জানুয়ারি।

Continue reading

Saturday, December 5, 2015

আরও বেশি রগরগে হেট স্টোরি-থ্রি





  WATCH FULL MOVIE.............................

Continue reading

Friday, December 4, 2015

ছোট্টো মণিদের জন্য The.Good.Dinosaur ২০১৫ ইটালিয়ান ভাষায় নির্মিত
WATCH FULL MOVIE................................................................................


Continue reading

Thursday, December 3, 2015


WATCH FULL MOVIE...............................................................................


Continue reading


WATCH FULL MOVIE...........................

Continue reading

দীপিকার সঙ্গে আমি সব কিছুই করতে পারি। একেবারে ‘অসঙ্কোচে। ওর সঙ্গে কথা বলতে পারি, নাচতে পারি। ওর সঙ্গে যত মজা করতে পারি, তেমনটা আর কারও সঙ্গে পারি না। এমনকী, যদি সস্তা গণপতি বিসর্জনের নাচও প্রাণ খুলে করতে ইচ্ছে হয়, তার জন্যও একেবারে ঠিকঠাক সঙ্গী হল দীপিকা। আমি কী চাইছি, ও একেবারে সঠিক ভাবে বুঝতে পারে। আর সে ভাবেই সাড়াও দেয়।”
এত দিনে মুখ খুললেন রণবীর কাপূর। দীপিকা তো অনেক কিছুই বলেন এবং করেন তাঁর জন্য; সে সবের বিনিময়ে তিনি কতটা কী ফিরিয়ে দেন বা দিতে পারেন, মিডিয়ার সামনে এমন ভাবেই তুলে ধরলেন সেই হিসেব। ‘তামাশা’ ছবির প্রচারে এসে এ কথা বলছেন রণবীর।
তবে শুধুই মাধুর্য নয়, দীপিকা এবং রণবীরের সম্পর্কের মধ্যে আছে ভয়ের একটা চোরা স্রোতও! সেটা নিতান্তই রণবীরের তরফে। কেন না, দীর্ঘ বিচ্ছেদের পরে ফের এক সঙ্গে কাজ করতে গিয়ে রণবীর দেখেছেন দীপিকা অনেকটাই বদলে গিয়েছে। দীপিকাকে মাঝে-মাঝে তাই তাঁর বেশ অজানাও মনে হয়। আর, সেটাই দীপিকার জন্য রণবীরের ভয় এবং সম্ভ্রমের কারণ।
“প্রথম যখন বাঁচনা অ্যায় হাসিনো ছবিতে আমরা এক সঙ্গে কাজ করি, দীপিকা তখন খুবই লাজুক ছিল। তার পর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানিতে কাজ করতে গিয়ে দেখলাম ওর মধ্যে আগাগোড়া একটা পরিবর্তন ঘটে গিয়েছে। সেই লাজুক মেয়েটা একেবারে উধাও! ওর মধ্যে সিনেমা আর জীবন দুটো নিয়েই একটা বোঝাপড়া তৈরি হয়েছে। তার সঙ্গে এসেছে নিজের শর্তে বাঁচার ক্ষমতা। খুবই দক্ষ এক অভিনেতায় পরিণত হয়েছে সে। আজকাল ওর অভিনয় দেখলে আমি ঘাবড়ে যাই! ভয় পাই, গায়ে কাঁটা দেয়। কীভাবে এত ভাল অভিনয় করে, কে জানে।





 WATCH FULL MOVIE............................................................................


Continue reading

 Movie : PREM RATAN DHAN PAYO (2015)

একের পর এক রেকর্ড গড়ার জন্য কোমর বেঁধে নেমেছে সালমান খানের নতুন সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো’। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি তো পাচ্ছেই, সেই সঙ্গে শোনা যাচ্ছে মূলধনের বড় অংশ এর মধ্যেই উঠিয়ে নিয়েছে সিনেমাটি।
পারিবারিক ধাঁচের এই সিনেমাটির প্রচারে কোনো ধরনের ফাঁক রাখেননি নির্মাতারা। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, ১২ নভেম্বর বিশ্বজুড়ে পাঁচ হাজার পর্দায় একযোগে মুক্তি দেয়া হবে ‘প্রেম রাতান ধান পায়ো'।সেক্ষেত্রে হিন্দি সিনেমার ইতিহাসে এটিই হবে সবচেয়ে বেশি পর্দায় মুক্তিপ্রাপ্ত সিনেমা।
ওদিকে ইতোমধ্যেই ‘প্রেম রাতান ধান পায়ো’ উঠিয়ে নিয়েছে এর মূলধনের ৭১ শতাংশ অর্থ। নির্মাতারা জানান, প্রচারসহ সিনেমাটির পেছনে মোট খরচ হয়েছে ৮০ কোটি রুপি, যার মধ্যে ৫৮ কোটি রুপি তারা পেয়ে গেছেন স্যাটেলাইট সত্ত্ব (বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার) ও সঙ্গীত সত্ত্ব বিক্রি করে।
বাকি ২৩ কোটি রুপি টিকিট বিক্রি থেকে উঠিয়ে নিতে কোনো বেগ পেতে হবে না বলেই আশা করছেন নির্মাতারা।
সুরাজ বারজাতিয়া পরিচালিত এই সিনেমায় অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি সালমান। ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘ম্যানে প্যায়ার কিয়া’ ও ‘হাম সাথ সাথ হ্যায়’র মতো সিনেমায় বারজাতিয়ার সঙ্গে কাজ করেছেন সালমান। দীর্ঘ ১৬ বছর পর পর্দায় ফিরেছেন এই জুটি। সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে সোনাম কাপুরকে। এছাড়াও অভিনয় করেছেন নিল নিতিন মুকেশ ও সোয়ারা ভাস্কর।
চলতি বছর ‘প্রেম রাতান ধান পায়ো’ হবে সালমান অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ঈদ-উল-ফিতরে মুক্তি পাওয়া সালমানের ‘বাজরাঙ্গি ভাইজান’ তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার রেকর্ড গড়েছে, সেই সঙ্গে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ভারতীয় সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করেছে।










WATCH FULL MOVIE : PREM RATAN DHAN PAYO (2015)



Continue reading

Disqus Shortname

Comments system