২৩ বছর বয়সী পাকিস্তানী সুন্দরি মওরা হোকেন। তিনি পাকিস্তানের ফ্যাশন ডিজাইনের ছাত্রী ছিলেন। মডেলিং, ভিডিও জকি হিসেবেও কাজ করেছেন তিনি। সেখান থেকে সোজা বলিউড। তাঁর অভিনীত প্রথম বলিউড ছবি ‘সনম তেরি কসম’। অপর দিকে অভিনেতা হিসেবে থাকছেন তেলুগু ফিল্মস্টার হর্ষবর্ধন রান ।
দীপক
মুকুটের প্রযোজনায় বলিউডের এই অ্যাকশন-রোম্যান্টিক ছবিতে তারা একসঙ্গে জুটি
বেঁধেছেন। মওরা এবং হর্ষবর্ধন দুজনেই ডেবিউ করছেন ‘সনম তেরি কসম’সিনেমাটি ।
নতুন মুখে
বাজিমাতের ঘটনা বলিউডে অনেক রয়েছে। তার মধ্যে ঋত্বিক-আমিশা অভিনীত ‘কহো না
প্যায়ার হ্যায়’ বা সাম্প্রতিক অতীতের মিউজিক্যাল ব্লক বাস্টার ফিল্ম
‘আশিকি ২’-এর কথা তো বলা যেতেই পারে। বহুদিন পর ছবিতে ফের শোনা যাবে হিমেশ
রেশমিয়ার সুর। এ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক রাধিকা রাও এবং
বিনয় সাপরু।
ছবিটি আমার কাছে খুব ভাল লেগেছে আশাকরি আপনাদেরও ভাল লাগবে ।
No comments:
Post a Comment