Saturday, April 16, 2016

HINDI MOVIE : Fan (2016)






একেবারে প্রথম জীবনে বলিউডে পা রেখেই পরপর কয়েকটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। তারপর তাঁকে শুধু প্রেমিকের চরিত্রেই বেশি দেখা গিয়েছে। 'ডর' সিনেমায় যে পাগল প্রেমিকের চরিত্রে অভিনয় করে দর্শকদের মোহিত করে দিয়েছিলেন কিং খান। সেই স্বাদ ফের একবার পর্দায় ফিরিয়ে এনেছেন তিনি, ফ্যান সিনেমার মাধ্যমে। এদিন মুক্তি পেল সিনেমাটি। শাহরুখের 'ডর' ও 'ফ্যান' সিনেমার মধ্যে মিল কোথায় তা জেনে নিন গত কয়েক বছরে বেশিরভাগই রোমান্টিক-কমেডি চরিত্রে অভিনয় করেছেন কিং খান। তবে ফের একবার কিছুটা 'হটকে' আন্দাজে তাঁকে পর্দায় দেখতে পাবেন ভক্তেরা। তবে এই সিনেমাটিও প্রথম থেকে শেষ, একেবারে বিনোদনে ভরপুর। View Photos এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। একটি সুপারস্টার আরিয়ান খান্না ও অন্যটি তাঁর ফ্যান গৌরব। এই গৌরব নিজেকে আরিয়ান খান্নার সবচেয়ে বড় ফ্যান বলে মনে করে। রীতিমতো পুজো করে সুপারস্টার আরিয়ানকে। তাঁকে একঝলক চোখের দেখা দেখতে ও জন্মদিনের শুভেচ্ছা জানাতে সে ঠিক করে মুম্বই আসবে। 'ফ্যান' সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন এই সুন্দরী মডেল-অভিনেত্রী আরিয়ান খান্নার সঙ্গে দেখা করার স্বপ্নপূরণের আগের মুহূর্ত পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। তবে মুম্বই আসার পর আরিয়ান খান্নার সঙ্গে গৌরব দেখা করতে চেয়েও পারেনি। গৌরব তাঁর সবচেয়ে বড় ফ্যান, এটা জেনেও সুপারস্টার আরিয়ান তাঁর সঙ্গে দেখা করতে রাজি হন না। ফ্যানের শ্যুটিংয়ে নেচে-কুঁদে মাত কিং খানের এরপরই স্বপ্ন ও মোহ দুটোই ভঙ্গ হয় গৌরবের। এরপর থেকেই সিনেমা অন্যদিকে মোড় নেয়। ভক্ত গৌরবের জন্য বিপদে পড়তে হয় সুপারস্টার আরিয়ান খান্নাকে। ঠিক কি হয়েছে তা দেখতে সিনেমা হলে যাওয়া ছাড়া উপায় নেই দর্শকদের। শাহরুখের ফ্যান হোন না হোন, এই সিনেমার পরে অবশ্যই কিং খান আপনার পছন্দের তালিকায় চলে আসবেন সন্দেহ নেই। শাহরুখের 'ফ্যান' এর টিজার সিনেমাটি দেখতে দেখতে দর্শক হিসাবে কার পাশে দাঁড়াবেন তা নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত মনে হতে পারে নিজেকে। একদিকে গৌরব। যে নিজের সবচেয়ে ভালোবাসার মানুষটিকে চেয়েও দেখা করতে পারেনি। স্বপ্নভঙ্গের যন্ত্রণার মুখোমুখি হয়েছে। অন্যদিকে সুপারস্টার আরিয়ান খান্না যিনি ভক্তের আবদার সামাল দিতে গিয়ে বিপদে পড়েছেন। আসলে দুটি চরিত্রেই তো রয়েছেন সকলের পছন্দের কিং খান। অভিনয়ের দিক থেকে বলতে গেলে সিনেমা জুড়ে শুধুই শাহরুখ খানই রয়েছেন। সুপারস্টার হিসাবে তিনি যতোটা মন কেড়েছেন, তার চেয়ে ঢের বেশি তিনি হাততালি কুড়িয়েছেন আমজনতার প্রতিনিধি গৌরবের চরিত্রে। দিল্লির যুবক গৌরবের চরিত্রে অভিনয়ের সময়ে একেবারে খাঁটি দিল্লিবাসীর মতো উচ্চারণ উঠে এসেছে শাহরুখের ঠোঁটে। তাঁকে দেখতে, মুখের ভাষা ও শরীরী ভাষাও একেবারে দিল্লিবাসীর মতো করে ফুটিয়ে তুলেছেন বলিউড বাদশা। ফলে কিং খানের ভক্ত হোন বা না হোন, ভালো সিনেমা দেখতে হলে এই ছবিটি দেখতে হবে আপনাকে।






DOWNLOAD THIS MOVIE.....................................

https://openload.co/f/sAmmtgObTeU/FAN.2016.1CD.DVDSCR.Xvid.Mp3-Exclusive.avi.mp4


WATCH THIS MOVIE................................................


No comments:

Post a Comment

Disqus Shortname

Comments system