অবশেষে মুক্তি পেল ফিল্ম দিলওয়ালে। দিলওয়ালেতে রাজ (শাহ্রুখ খান) এবং
মিরা (কাজল) বুলগেরিয়ার দুইটা মাফিয়া পরিবারের সন্তান এবং একে অন্যকে
ভালোবাসে। তাদের দুই পরিবারের দন্দের কারনে তাদের দুইজনের রাস্তা আলাদা হয়ে
যাই।
কিন্তু ১৫ বছর পর রাজের ভাই (ভারুন ধাওয়ান) এবং মিরার বোন (ক্রিতি
সানান) মাঝে যখন ভালোবাসা হয় তখন রাজ এবং মিরার অসমাপ্ত প্রেমের কাহিনি
সামনে চলে আসে।
কিভাবে রাজ এবং মিরার মাঝে ভালোবাসা হল এবং শেষে তারা মিলতে পারে কিনা সেটি জানার জন্য দিলওয়ালে দেখুন।
দিলওয়ালে বিনোদনের পুরনাঙ্গ প্যাকেজ। রোমাঞ্চ, কমেডি, অ্যাকশান সব পাবেন দিলওয়ালেতে। তাছাড়া শাহরুখ খান ও কাজল জুটি দীর্ঘ ৫ বছর পর ফিরেছেন, এতাও একটা বাড়তি আকর্ষণ। দিলওয়ালের অ্যাকশানগুলো সম্পূর্ণ রেয়ালিস্টিক এবং আপনাকে পুরো দেড় ঘণ্টা বিনোদন দিবে।
খারাপ লাগার দিক হল বিরতির পর সিনেমাটা একটু খাপছাড়া হয়ে যাই।
শাহরুখ খান রাজ চরিত্রটি অনেক ভাল ভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। কাজলের অনেক বিরতির পর ফিরেছে এবং অনেক ভাল পারফর্ম করেছে। ভারুন ধাওয়ান এবং ক্রিতি সানন ঠিকঠাক অভিনয় করেছে। অন্যান্যদের মাঝে ছিল বামান ইরানি, শঞ্জয় মিশ্রা, জনি লিভার, ভিনদ খান্না, কাবির বেদি সবাই নিজেদের ছোট ছোট চরিত্রে ঠিকঠাক অভিনয় করেছে।
যারা বাণিজ্যিক মুভি পছন্দ করেন তারা অবশ্যই দিলওয়ালে উপভোগ করবে।
আমি দিলওয়ালেকে দিবো ৫ এর মাঝে ৩ স্টার।
WATCH THIS MOVIE...............................
কিভাবে রাজ এবং মিরার মাঝে ভালোবাসা হল এবং শেষে তারা মিলতে পারে কিনা সেটি জানার জন্য দিলওয়ালে দেখুন।
দিলওয়ালে বিনোদনের পুরনাঙ্গ প্যাকেজ। রোমাঞ্চ, কমেডি, অ্যাকশান সব পাবেন দিলওয়ালেতে। তাছাড়া শাহরুখ খান ও কাজল জুটি দীর্ঘ ৫ বছর পর ফিরেছেন, এতাও একটা বাড়তি আকর্ষণ। দিলওয়ালের অ্যাকশানগুলো সম্পূর্ণ রেয়ালিস্টিক এবং আপনাকে পুরো দেড় ঘণ্টা বিনোদন দিবে।
খারাপ লাগার দিক হল বিরতির পর সিনেমাটা একটু খাপছাড়া হয়ে যাই।
শাহরুখ খান রাজ চরিত্রটি অনেক ভাল ভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। কাজলের অনেক বিরতির পর ফিরেছে এবং অনেক ভাল পারফর্ম করেছে। ভারুন ধাওয়ান এবং ক্রিতি সানন ঠিকঠাক অভিনয় করেছে। অন্যান্যদের মাঝে ছিল বামান ইরানি, শঞ্জয় মিশ্রা, জনি লিভার, ভিনদ খান্না, কাবির বেদি সবাই নিজেদের ছোট ছোট চরিত্রে ঠিকঠাক অভিনয় করেছে।
যারা বাণিজ্যিক মুভি পছন্দ করেন তারা অবশ্যই দিলওয়ালে উপভোগ করবে।
আমি দিলওয়ালেকে দিবো ৫ এর মাঝে ৩ স্টার।
WATCH THIS MOVIE...............................
No comments:
Post a Comment