২০১৩ সালের জুনে ‘একতা কাপুর’ ‘মোঃ আজহারউদ্দিন’ এর সাথে চুক্তিবদ্ধ হন তার
জীবনে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ঘটনা গুলোকে নিয়ে একটি মুভি বানানোর।
প্রথমে ‘আজহারউদ্দিন’ মোটেও সিরিয়াস ছিলেন না এ ব্যাপারে বরং এই মুভিকে
ব্যাঙ্গ করে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু যখন ‘টনি ডিসুজা’ তাকে এই মুভির
স্ক্রিপ্ট দেখান, তা পড়ার পর তিনি এতটাই সিরিয়াস হয়ে পড়েন যে তিনি স্বয়ং
নিজে ‘এমরান হাশমী’কে ক্রিকেটের ট্রেনিং দিয়ে মুভির একজন যোগ্য ‘আজহার’ এ
পরিণত করেন। মুভিটি ‘এমরান হাশমী’র জন্যও তার ক্যারিয়ারের অনেক
গুরুত্বপুর্ণ একটি টার্নিং পয়েন্ট লাগাতার ফ্লপের পর আবার ঘুরে দাঁড়ানোর
একটি উপায় হিসেবে। সম্প্রতি রিলিজ হয়েছে মুভিটির ট্রেলার, যেখানে
‘আজহারউদ্দিন’ হিসেবে ‘এমরান হাশমী’ অত্যন্ত প্রশংসীত হয়েছে। মুভিটি রিলিজ
পাবে ১৩ মে ২০১৬।অবশেষে, ইন্ডিয়ান ক্রিকেট অনেক বড় একটি জগত। এখানে রাজনীতী
আছে, কালো টাকা আছে, স্বজনপ্রীতি আছে, মাফিয়াদের ছায়া আছে এবং সর্বপরি
ম্যাচ ফিক্সিং নামক এক ন্যাক্কার জনক সিস্টেম আছে। এসবের কবলে পড়ে এক
নিমিষেই শেষ হয়ে যায় একজন তরুন সম্ভাবনাময় ক্রিকেটারের সারা জীবনের স্বপ্ন
যার বাস্তব উদাহরণ আমাদের ‘আজহারউদ্দিন’।ইন্ডিয়ান জনগণ মাফ করতে পারিনি
‘আজহারউদ্দিন’কে, কিন্তু এই মানুষই তাদের সারাটা জীবন লড়ে গেছে নিজের দেশের
জন্য, দেশের মানুষের সম্মানের জন্য। তখন সারা দেশের মানুষ তাদের পাশে ছিল,
তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল সবাই কিন্তু হঠাৎ একটি ভুল আর সব কিছু এক
নিমিষেই শেষ। যারা এতদিন তাদেরকে নিজেদের দেবতা বলে মেনে এসেছিল আজ তারাই
তাদেরকে নামিয়ে দিয়েছে সর্ব নিম্ন স্তরে। বিতর্ক, সমালোচনা, স্ক্যান্ডাল
দ্বারা মিডিয়া শেষ করে দিয়েছে তাদের জীবনটাকে। কিন্তু কেউ কখনো জানতে
চায়নি, কেন তারা এমন ভুল করলো ? কে বা কাদের কবলে পড়ে, কোন পরিস্থিতিতে পড়ে
তাদের মত স্বনামধন্য ব্যক্তিরা এই ভুল পথে পা দিতে বাধ্য হল ? এর পিছনে
আসলে কারা দায়ী ? এই ঘটনার পিছনে আসলে কি হয়েছিল ? প্রকৃত সত্যটা আসলে কি ?
মিডিয়াতে যা দেখানো হয় তাই কি প্রকৃত সত্য ? কেউ জানতে চায়নি। সেই সকল
মানুষ যারা এক নিমিষেই দেবতাকে নামিয়ে দিতে পারে শয়তানের স্তরে, ভুলে যেতে
পারে একজন মানুষের সারা জীবনের ত্যাগ ও অবদান, একটি মাত্র ভুল দ্বারা বিচার
করতে পারে একজন মানুষের গোটা জীবনকে তাদের প্রতি ‘আজহার’ একটি প্রকৃত জবাব
স্বরুপ। সব শেষে, ‘আজহার’ মুভির একটি ডায়লগ দ্বারা শেষ করতে চাই,
“সকলের জানা উচিত, ইন্ডিয়াতে ক্রিকেটের নামে আসলে কি কি হয়।
DOWNLOAD THIS MOVIE.....................................
https://openload.co/f/vQz8uiZ7QCo/Azhar_%282016%29_Hindi_720p_DesiSCR_Rip_-_x264_AC3_-Downloadhub.mkv.mp4
WATCH THIS MOVIE..............................................
HINDI MOVIE : Azhar (2016)
Reviewed by
Unknown
on
12:47 AM
Rating:
5
No comments:
Post a Comment