Saturday, January 30, 2016



 ছবিতে দু’টি চরিত্রে অভিনয় করেছেন সানি। একটি বোল্ড অন্যটি এক অনন্যা সুন্দরীর। লায়লা লেলে নামে চরিত্রটিতে সানিকে তুলে ধরা হয়েছে ‌যৌন আবেদনময়ীরূপে। ‌যে সব সময় ছোট জামাকাপড় পরতেই পছন্দ করে। উলটো দিকে তার বোন লিলি ঠিক উলটো। সুন্দরী এই ললনার আবার তোতলামির ব্যমো রয়েছে। আদিত্য চোথিয়ার চরিত্রে বীর দাস ও সান্নি কেলের চরিত্রে তুষার কাপুর দু’জনেই চলচ্চিত্র পরিচালক। কিন্তু তাঁদের নারী-আশক্তিও কম নয়। ‌যৌন তাড়নায় লাগাম পরাতে তাঁরা একটি সংস্থায় ‌যোগা‌যোগ করেন। ‌যেখানে মানুষকে এই ধরণের সমস্যা থেকে নিষ্কৃতি পেতে সাহা‌য্য করেন লীলা ও লিলি। কিন্তু দু’জনের ‌যৌন আবেদনে পরিস্থিতি আরও খারাপের দিকে গড়ায়।


সিনেমার চিত্রনাট্যকে টানটান করে বাঁধতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন পরিচালক মিলাপ জাভেরি। কিন্তু গোটা প্রচেষ্টায় ব্যর্থ হয়েছেন তিনি। ছবিতে গল্প বলে কোনও বস্তু আছে বলে মনেই হবে না। তবে ছবিতে প্রচুর কথার হেঁয়ালি ও বলিউডি গান, ছবি ও সেলিব্রেটিদের নিয়ে তামাশা রয়েছে। সপ্তাহের শেষে ‌যা অনেককেই একটু হালকা করতে পারে।

সুরেশ মেননের সমকামী চরিত্রটি অনেকের ভাল লাগতে পারে। রাজেশ দেশমুখের চরিত্রটিকে প্র‌য়োজনের বেশি ব্যবহার করা হয়েছে বলে মনে হয়েছে। কিন্তু বীর দাসের কমিক টাইমিংকে কুর্নিশ করতেই হবে। সানি লিওনির জন্য মস্তিজাদে দেখতেই পারেন। তবে তার থেকে বেশি কিছু আশা না-করাই ভাল।


                                      
                                            WATCH THIS MOVIE.........................................................

Continue reading

Saturday, January 23, 2016



                            ..........................WATCH THIS MOVIE......................................................

Continue reading

বলিউডের অনেক রেকর্ডকে ভেঙে দিয়েছে সদ্য প্রকাশিত ক্যায়া কুল হ্যায় হম ৩-এর ট্রেলর। ইউটিউবে প্রকাশের পরই দর্শকরা পছন্দের তালিকায় এই ট্রেলর উঠে এসেছে এক নম্বরে। মাত্র চার দিনেই ৬০ লাখ হিট পড়ছে। তুষার কাপুর, আফতাব শিবদাসানি এবং মনদানা কারিমি অভিনীত এই ছবি যে ভালোই ব্যবসা করবে তার ইঙ্গিতও মিলেছে। টুইটারে দর্শকদের শুভেচ্ছা পেয়েছেন আফতাব এবং তুষার।
চিত্রনাট্য যে সেক্স কমেডি নিয়ে সাজিয়েছেন তা আগেই জানিয়েছিল টিম কেয়া কুল হ্যায় হাম ৩। কিন্তু মোশন পোস্টার প্রকাশের পর দেখা গিয়েছে অশ্লীলতার কোনো তোয়াক্কাই করেননি পরিচালক উমেশ ঘাগড়ে। আর তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা সমালোচনা। বলি‌উডের একাংশ বলছে, সাহসী চিত্রনাট্য এর আগেও দেখেছে সিনেদুনিয়া।
কিন্তু এমন বাড়াবাড়ি এর আগে হয়েছে বলে মনে করতে পারছেন না অনেকেই। যদিও এই ছবির সঙ্গে যুক্ত এক সদস্য জানিয়েছেন, ছবিটা দেখলেই দর্শক বুঝতে পারবেন কেন এমন পোস্টার ব্যবহার করা হয়েছে। সোশাল মিডিয়াতেও শুরু হয়েছে তুমুল সমালোচনা। একটা বড় অংশের দাবি, এই ধরনের কাজ বলিউডে এর আগে হয়নি।


Continue reading

Friday, January 22, 2016




WATCH THIS MOVIE..............................................................................................

Continue reading


 WATCH THIS MOVIE..............................................................................................

Continue reading

Sunday, January 10, 2016

কোন খেলা যে কখন কোথায় ঘুরে যায়, তা বুঝে ওঠা সত্যি মুশকিল! তবে, আঁচ করতে বোধ হয় পেরেছিলেন অমিতাভ বচ্চন! শুধু বুঝে উঠতে পারেননি, তাঁর সাধের দাবার বোর্ডে বোমা রয়েছে! এও বুঝতে পারেননি, এক সময় তাঁর বিশ্বাস ভাঙবেন সাধের দাবাড়ু-সঙ্গী ফারহান আখতার! বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায়, বিজয় নাম্বিয়ারের পরিচালনায় এমনই এক গল্প বলছে বলিউডের নতুন ছবি ‘ওয়াজির’!
সদ্য মুক্তি পেয়েছে ‘ওয়াজির’-এর দ্বিতীয় ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে দুই ‘শতরঞ্জ কে খিলাড়ি’-দের! তাঁরা অমিতাভ বচ্চন আর ফারহান আখতার। এক জন হুইল-চেয়ার বন্দি দুঁদে দাবাড়ু, অন্য জন এটিএস অফিসার! দুর্ভাগ্য তাঁদের দু’জনকেই নিয়ে এসেছে এক দাবার টেবিলে।
কিন্তু, এত অল্পে ছবির রহস্য ফুরাচ্ছে না! ওই দাবা খেলার সূত্র ধরেই ধীরে ধীরে খুলছে রহস্যের জট। জানা যাচ্ছে, দাবার চালের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অন্ধকার অতীত। সেই অতীতের সূত্র ধরে ট্রেলারে একে একে দেখা যাচ্ছে জন আব্রাহাম আর নীল নীতিন মুকেশকে।


WATCH THIS MOVIE...............................................................................

Continue reading

Saturday, January 2, 2016




  

WATCH THIS MOVIE..............................................

Continue reading

Disqus Shortname

Comments system