Saturday, January 23, 2016

MOVIE : Kya Kool Hain Hum 3 (2016)

বলিউডের অনেক রেকর্ডকে ভেঙে দিয়েছে সদ্য প্রকাশিত ক্যায়া কুল হ্যায় হম ৩-এর ট্রেলর। ইউটিউবে প্রকাশের পরই দর্শকরা পছন্দের তালিকায় এই ট্রেলর উঠে এসেছে এক নম্বরে। মাত্র চার দিনেই ৬০ লাখ হিট পড়ছে। তুষার কাপুর, আফতাব শিবদাসানি এবং মনদানা কারিমি অভিনীত এই ছবি যে ভালোই ব্যবসা করবে তার ইঙ্গিতও মিলেছে। টুইটারে দর্শকদের শুভেচ্ছা পেয়েছেন আফতাব এবং তুষার।
চিত্রনাট্য যে সেক্স কমেডি নিয়ে সাজিয়েছেন তা আগেই জানিয়েছিল টিম কেয়া কুল হ্যায় হাম ৩। কিন্তু মোশন পোস্টার প্রকাশের পর দেখা গিয়েছে অশ্লীলতার কোনো তোয়াক্কাই করেননি পরিচালক উমেশ ঘাগড়ে। আর তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা সমালোচনা। বলি‌উডের একাংশ বলছে, সাহসী চিত্রনাট্য এর আগেও দেখেছে সিনেদুনিয়া।
কিন্তু এমন বাড়াবাড়ি এর আগে হয়েছে বলে মনে করতে পারছেন না অনেকেই। যদিও এই ছবির সঙ্গে যুক্ত এক সদস্য জানিয়েছেন, ছবিটা দেখলেই দর্শক বুঝতে পারবেন কেন এমন পোস্টার ব্যবহার করা হয়েছে। সোশাল মিডিয়াতেও শুরু হয়েছে তুমুল সমালোচনা। একটা বড় অংশের দাবি, এই ধরনের কাজ বলিউডে এর আগে হয়নি।


No comments:

Post a Comment

Disqus Shortname

Comments system