Sunday, January 10, 2016

MOVIE : Wazir (2016)

কোন খেলা যে কখন কোথায় ঘুরে যায়, তা বুঝে ওঠা সত্যি মুশকিল! তবে, আঁচ করতে বোধ হয় পেরেছিলেন অমিতাভ বচ্চন! শুধু বুঝে উঠতে পারেননি, তাঁর সাধের দাবার বোর্ডে বোমা রয়েছে! এও বুঝতে পারেননি, এক সময় তাঁর বিশ্বাস ভাঙবেন সাধের দাবাড়ু-সঙ্গী ফারহান আখতার! বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায়, বিজয় নাম্বিয়ারের পরিচালনায় এমনই এক গল্প বলছে বলিউডের নতুন ছবি ‘ওয়াজির’!
সদ্য মুক্তি পেয়েছে ‘ওয়াজির’-এর দ্বিতীয় ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে দুই ‘শতরঞ্জ কে খিলাড়ি’-দের! তাঁরা অমিতাভ বচ্চন আর ফারহান আখতার। এক জন হুইল-চেয়ার বন্দি দুঁদে দাবাড়ু, অন্য জন এটিএস অফিসার! দুর্ভাগ্য তাঁদের দু’জনকেই নিয়ে এসেছে এক দাবার টেবিলে।
কিন্তু, এত অল্পে ছবির রহস্য ফুরাচ্ছে না! ওই দাবা খেলার সূত্র ধরেই ধীরে ধীরে খুলছে রহস্যের জট। জানা যাচ্ছে, দাবার চালের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অন্ধকার অতীত। সেই অতীতের সূত্র ধরে ট্রেলারে একে একে দেখা যাচ্ছে জন আব্রাহাম আর নীল নীতিন মুকেশকে।


WATCH THIS MOVIE...............................................................................

No comments:

Post a Comment

Disqus Shortname

Comments system