ঘুম থেকে উঠে দাঁত মাজা। তারপর যার যার কাজে ব্যাস্ত হয়ে পরা । ধুর আর ভালো লাগে।
ইশশ যদি উড়তে পারতাম। যদি গুন্ডা বদমাইশগুলারে এক ঘুষিতে উড়ায়ে দিতাম কিংবা
রাজাকার গুলারে যদি নিজের চোখ থেকে রে মাইরা জ্বালায় দিতাম। এভাবেই
মানুষের সাধারন জীবনের বিতৃষ্ণা থেকে সামান্য রেহাই দিতে DC Comics এর
Jerry Siegel এবং Joe Shuster নামক দুই তরুন সৃষ্টি
করেন Superman নামক এক অতিমানব। ধীরে ধীরে কমিকসের জোয়ার আসে। আসে একের পর এক Superhero । কিন্তু ভেজালটা লাগাইলো Christopher Nolan। ২০০৮ সালে The Dark Knight দেখার পর দর্শকদের মনে সুপারহিরো মুভি নিয়ে উচ্চাশা পুরাই আসমান পার হইয়া গেল। সে আশাকে কিছুটা পূরণ করার প্রচেষ্টা নিয়ে এবার পৃথিবীর সর্বপ্রথম কমিক সুপার হিরো নিয়ে Zack Snyder এর মুভি Man of Steel ।
WATCH THIS MOVIE.................................................................
করেন Superman নামক এক অতিমানব। ধীরে ধীরে কমিকসের জোয়ার আসে। আসে একের পর এক Superhero । কিন্তু ভেজালটা লাগাইলো Christopher Nolan। ২০০৮ সালে The Dark Knight দেখার পর দর্শকদের মনে সুপারহিরো মুভি নিয়ে উচ্চাশা পুরাই আসমান পার হইয়া গেল। সে আশাকে কিছুটা পূরণ করার প্রচেষ্টা নিয়ে এবার পৃথিবীর সর্বপ্রথম কমিক সুপার হিরো নিয়ে Zack Snyder এর মুভি Man of Steel ।
WATCH THIS MOVIE.................................................................
No comments:
Post a Comment