Sunday, February 7, 2016

HINDI MOVIE : Ghayal Once Again (2016)

শহরের সবথেকে শক্তিশালী মানুষটি শয়তান। তাঁর শিকার চার নিঃষ্পাপ শিশু। আর এই দুয়ের মাঝে দাঁড়িয়ে একজন, ‘দ্য পাওয়ারফুল ম্যান’ সানি দেওয়ল। সিক্যুয়ালের জোয়ারে ভেসেছে সানির ‘ঘায়েল’। সম্প্রতি মুক্তি পেল সানির ‘ঘায়েল’ ওয়ান্স এগেইন
সুতরাং পর্দা আবার ফাটতে চলেছে সানির চিৎকারে।ফাটাফাটি অ্যাকশন আর ডায়ালগে জমে উঠবে স্ক্রিন। ১৯৯০-তে রাজকুমার সন্তোষি তৈরি করেছিলেন ‘ঘায়েল’। এই ছবিতে সানির বিপরীতে অভিনয় করেছিলেন মীনাক্ষী। এখন প্রায় দু’দশক পর হতে চলেছে এই ছবির সিক্যুয়াল। ছবির হিরো সেই সানি, তবে বদলে গেছে সিনেমার নায়িকা। সানির বিপরীতে এই ছবিতে দেখা যানে সোহা আলি খানকে। মীনাক্ষীর পর এবার ‘ঘায়েল-ওয়ান্স এগেইন’-তে সোহার সঙ্গে পর্দায় জমিয়ে প্রেম করবেন সানি দেওল।

তবে শুধু অভিনয় নয়, এই ছবির পরিচালনার দায়িত্বেও আছেন সানি। বলিঅন্দরের খবর, মুম্বইয়ের এক পুলিস অফিসারের রিয়েল লাইফ ঘটনা নিয়েই বোনা হয়েছে এই ছবির কাহিনি। যেখানে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সানিকে।
এ সম্পর্কে সানি দেওল বলেন, আমি ব্যক্তিগতভাবে ডন ব্রেডলি এবং তার কাজকে খুবই পছন্দ করি। আর এই জন্যই আমার ছবি জন্য তাকে নিয়ে এসেছি। সে খুবই ক্রিয়েটিভ একজন মানুষ। কারণ, তার বিভিন্ন অভিনব কনসেপ্ট এবং সুনিপন কিছু অভিজ্ঞতা আমার ছবিতে তিনি প্রয়োগ করেছেন, যা ছবিটিকে বাস্তব ও মৌলিক দেখাবে।
এমনকি নিজের এই ছবিতে বাবা ধর্মেন্দ্রকেও দেখা যাবে বলে জানিয়েছেন সানি। তিনি এ সম্পর্কে জানান, বাবাকেও এই ছবিতে দেখা যাবে। পুরো ছবিতে থাকবেন না, কিন্তু তিনি থাকবেন। আমি নিশ্চিত, আমি যা করতে যাচ্ছি বাবা তা পছন্দ করবেন। এমনকি এটা যদি সত্যিকার অর্থেই ভালো কিছু না হয়, তবু বাবা বলবেন খুবই অসাধারণ কিছু হয়েছে।



No comments:

Post a Comment

Disqus Shortname

Comments system