Monday, February 29, 2016

MOVIE : Deadpool ( 2016 ) HINDI DUBBED.

১৭ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সীদের জন্য প্রযোজ্য- এই সীমাবদ্ধতা ‘ডেডপুল’ এর সাফল্যের জয়রথকে থামাতে পারছে না। আর রেটেড সিনেমাগুলোর মধ্যে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়ে ফেলেছে সিনেমাটি।
অন্যরকম এক অতিমানবের গল্প ‘ডেডপুল’ এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আয় করেছে ১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বেশি।
এর আগে আর রেটেড সিনেমাগুলোর মধ্যে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ছিল ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ সিনেমাটির। সেবার সিনেমাটি আয় করেছিল ৯ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এদিকে মাত্র তিন দিনেই ১০ কোটি ডলারের বেশি আয় করে বসে আছে ‘ডেডপুল’।
অন্য সুপারহিরোদের মত মহান মানবাত্মা নয় ডেডপুল। আর কথায় কথায় গালি-গালাজ ও ইঙ্গিতপূর্ণ কৌতুক করা এবং রক্তপাত ঘটানো এই সুপারহিরোর সিনেমা দেখতে হলে ১৭ বছরের কম বয়সীদের তাই সঙ্গে আনতে হবে প্রাপ্তবয়স্ক কোনো অভিভাবককে। সুপারহিরো সিনেমাগুলো পিজি থার্টিন রেটিং পেয়ে থাকে অর্থাৎ বাবা-মার নির্দেশনায় ১৩ বছর বা এর বেশি বয়সীরা সিনেমাগুলো উপভোগ করতে পারে। এত কিছুর পরও প্রথম সপ্তাহে আয়ের দিক থেকে সুপারহিরো সিনেমাগুলোর তালিকায় সাত নম্বরে রয়েছে ‘ডেডপুল’। সিনেমাটির উপরেই আছে ‘স্পাইডার ম্যান থ্রি’, যেটি ২০০৭ সালে প্রথম সপ্তাহে আয় করেছিল ১৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার।
টিম মিলার পরিচালিত ‘ডেডপুল’ সিনেমায় অভিনয় করেছেন রায়ান রেইনল্ডস, মরেনা বাকারিন, এড স্ক্রেইন, জিনা কারানো, টি.জে মিলার প্রমুখ। 


 DOWNLOAD THIS MOVIE............................
 

https://openload.co/f/5XQVF93QkR0/Deadpool_%282016%29_720p_HDTS_x264_%5BDual_Audio%5D_%5BHindi_Cleaned_2.0_-_English_2.0%5D_Exclusive_By_-%3D%21Dr.STAR%21%3D-.mkv.mp4

WATCH THIS MOVIE......................................



No comments:

Post a Comment

Disqus Shortname

Comments system